৩৩. প্রচণ্ড রোদ না হলে যোহরের নামায প্রথম ওয়াক্তে আদায় করা মুস্তাহাব
১২৮৩। ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে প্রচণ্ড রোদে নামায আদায় করতাম। আমাদের কেউ মাটিতে কপাল রাখতে না পারলে সে তার কাপড় বিছিয়ে তার উপর সিজদা দিত।