৩০. যে ব্যক্তি নামাযের এক রাক’আতও পেয়েছে, সে উক্ত নামায পেয়েছে
১২৫০। আবু বকর ইবনে আবি শাঈবা, আমর আন নাকিদ যুহাইর ইবনে হারব, আবু কুরায়ব, ইবনে নুমাইর ও ইবনুল মুসান্না (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে ইয়াহয়ার হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তাদের কারো হাদীসেمَعَ الإِمَامِ (ইমামের সাথে) কথাটি নেই। উবাইদুল্লাহ এর রিওয়ায়াতে আছে ″সে সম্পূর্ণ নামাযই পেয়েছে।″
باب مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلاَةِ فَقَدْ أَدْرَكَ تِلْكَ الصَّلاَةَ