আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৫- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা

হাদীস নং: ১২৩৩
আন্তর্জাতিক নং: ৫৯৯
২৭. তাকবীরে তাহরীমা ও কিরা’আতের মধ্যে কী পাঠ করবে
১২৩৩। আবু বকর ইবনে আবি শাঈবা, ইবনে নুমাইর ও আবু কামিল (রাহঃ) ......... উমরা ইবনে কা’কা (রাহঃ) থেকে উক্ত সনদে জারীরের হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। ইমাম মুসলিম (রাহঃ) বলেন, আমার নিকট ইয়াহয়া ইবনে হাসান ও ইউনূস আল মুআদ্দিব (রাহঃ) প্রমুখ থেকেও বর্ণনা করা হয়েছে তারা সকলেই আব্দুল ওয়াহিদ ইবনে যিয়াদ ও উমরা ইবনে কা’কার মাধ্যমে আবু যুরআর সূত্রে আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন দ্বিতীয় রাকআতে দাড়াতেন, তখন ″আল-হামদুলিল্লাহি রাব্বিল আলামীন″ দ্বারা কিরা’আত শুরু করতেন এবং নীরব থাকতেন না।
باب مَا يُقَالُ بَيْنَ تَكْبِيرَةِ الإِحْرَامِ وَالْقِرَاءَةِ
قَالَ مُسْلِمٌ وَحُدِّثْتُ عَنْ يَحْيَى بْنِ حَسَّانَ، وَيُونُسَ الْمُؤَدِّبِ، و غَيْرِهِمَا قَالُوا حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ حَدَّثَنِي عُمَارَةُ بْنُ الْقَعْقَاعِ، حَدَّثَنَا أَبُو زُرْعَةَ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا نَهَضَ مِنَ الرَّكْعَةِ الثَّانِيَةِ اسْتَفْتَحَ الْقِرَاءَةَ بِـ ( الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ) وَلَمْ يَسْكُتْ .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, রসূল স. শুধু প্রথম রাকাতে কুরআন পাঠের পূর্বে বিসমিল্লাহ পড়তেন। অবশিষ্ট রাকাতগুলোতে কুরআন পাঠের শুরুতে বিসমিল্লাহ পড়তেন না। হাদীসের কোন কোন ব্যাখ্যাকারী এ হাদীস থেকে দলীল গ্রহণ করে বলেছেন যে, প্রথম রাকাতে ফাতেহার পূর্বে বিসমিল্লাহ পড়লেই যথেষ্ট হবে যদিও প্রতি রাকাতের শুরুতে বিসমিল্লাহ পড়া উত্তম। (আত্ তাহবীর লিঈযাহি মাআনিত তাইসীর-৫/২৬৫) এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৪৯০, বাদায়েউস সানায়ে’: ১/২০৪)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)