আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৫- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা
হাদীস নং: ১২১৪
আন্তর্জাতিক নং: ৫৯২-২
- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা
২৬. নামাযের পর যিক্র মুস্তাহাব এবং এর বিবরণ
১২১৪। ইবনে নুমাইর (রাহঃ) ......... আসিম (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি يَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ বলেছেন।
كتاب المساجد ومواضع الصلاة
باب اسْتِحْبَابِ الذِّكْرِ بَعْدَ الصَّلاَةِ وَبَيَان صِفَتِهِ
وَحَدَّثَنَاهُ ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ، - يَعْنِي الأَحْمَرَ - عَنْ عَاصِمٍ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ " يَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ " .