আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৫- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা
হাদীস নং: ১২১১
আন্তর্জাতিক নং: ৫৯০
- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা
২৫. নামাযের মধ্যে এসব থেকে আশ্রয় প্রার্থনা করা
১২১১। কুতয়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে যেমন কুরআনের সূরা শিক্ষা দিতেন তেমনি এদুআও শিক্ষা দিতেন। বলতেন, বলঃ
اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ
(হে আল্লাহ! আমরা আপনার নিকট পানাহ চাই জাহান্নামের আযাব থেকে, আমি আপনার নিকট পানাহ চাই কবরের আযাব থেকে, আমি আপনার নিকট পানাহ চাই মাসীহ দাজ্জালের ফিতনা থেকে এবং আমি আপনার নিকট পানাহ চৗই জীবন-মরণের ফিতনা থেকে।)
মুসলিম ইবনে হাজ্জাজ (রাহঃ) বলেন, আমি জানতে পেরেছি, তাউস তার পুত্রকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার নামাযে এই দুআ পড়েছ? সে বলল, না। তিনি বললেন, তোমার নামায আবার আদায় কর। কেননা, (তোমার পিতা) তাউস এই হাদীসটি তিনজন অথবা চারজন রাবী থেকে বর্ণনা করেছেন। অথবা তিনি যেরূপ বলেছেন।
اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ
(হে আল্লাহ! আমরা আপনার নিকট পানাহ চাই জাহান্নামের আযাব থেকে, আমি আপনার নিকট পানাহ চাই কবরের আযাব থেকে, আমি আপনার নিকট পানাহ চাই মাসীহ দাজ্জালের ফিতনা থেকে এবং আমি আপনার নিকট পানাহ চৗই জীবন-মরণের ফিতনা থেকে।)
মুসলিম ইবনে হাজ্জাজ (রাহঃ) বলেন, আমি জানতে পেরেছি, তাউস তার পুত্রকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার নামাযে এই দুআ পড়েছ? সে বলল, না। তিনি বললেন, তোমার নামায আবার আদায় কর। কেননা, (তোমার পিতা) তাউস এই হাদীসটি তিনজন অথবা চারজন রাবী থেকে বর্ণনা করেছেন। অথবা তিনি যেরূপ বলেছেন।
كتاب المساجد ومواضع الصلاة
باب مَا يُسْتَعَاذُ مِنْهُ فِي الصَّلاَةِ
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، - فِيمَا قُرِئَ عَلَيْهِ - عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُعَلِّمُهُمْ هَذَا الدُّعَاءَ كَمَا يُعَلِّمُهُمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ يَقُولُ " قُولُوا اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ " . قَالَ مُسْلِمُ بْنُ الْحَجَّاجِ بَلَغَنِي أَنَّ طَاوُسًا قَالَ لاِبْنِهِ أَدَعَوْتَ بِهَا فِي صَلاَتِكَ فَقَالَ لاَ . قَالَ أَعِدْ صَلاَتَكَ لأَنَّ طَاوُسًا رَوَاهُ عَنْ ثَلاَثَةٍ أَوْ أَرْبَعَةٍ أَوْ كَمَا قَالَ .