আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৮৬৫
৫৫৩. রাতে ও অন্ধকারে মহিলাগণের মসজিদের উদ্দেশ্যে বের হওয়া।
৮২৩। উবাইদুল্লাহ ইবনে মুসা (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ যদি তোমাদের স্ত্রীগন রাতে মসজিদে আসার জন্য তোমাদের নিকট অনুমতি প্রার্থনা করে, তাহলে তাদের অনুমতি দিবে।
শু’বা (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে হাদীস বর্ণনায় উবাইদুল্লাহ ইবনে মুসা* (রাহঃ)-এর অনুসরণ করেছেন।
* শু'বা (রাহঃ) হানযালা সাদুসীর (রাহঃ) মুতাবাআত করেছেন।-- টিকাকার।
শু’বা (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে হাদীস বর্ণনায় উবাইদুল্লাহ ইবনে মুসা* (রাহঃ)-এর অনুসরণ করেছেন।
* শু'বা (রাহঃ) হানযালা সাদুসীর (রাহঃ) মুতাবাআত করেছেন।-- টিকাকার।
