আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৫- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা

হাদীস নং: ১১৬৪
আন্তর্জাতিক নং: ৫৭২-১০
১৯. নামাযে ভুল হওয়া এবং এর জন্য সাহু সিজদা করা
১১৬৪। আবু বকর ইবনে আবি শাঈবা, আবু কুরায়ব ও ইবনে নুমাইর (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) ভুলের সিজদাদ্বয় সালাম ও কালামের (কথাবার্তা) পর সস্পন্ন করেছিলেন।*

*খায়বার যুদ্ধের পূর্ব পর্যন্ত নামাযের মধ্যে সামান্য কথাবার্তা জায়েয ছিল, পরে তা নিষিদ্ধ হলে যায় । হানাফী মাযহাব মতে সিজ্দায়ে সাহু কথাবার্তার পূর্বেই করতে হবে।
باب السَّهْوِ فِي الصَّلاَةِ وَالسُّجُودِ لَهُ
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح قَالَ وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا حَفْصٌ، وَأَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَجَدَ سَجْدَتَىِ السَّهْوِ بَعْدَ السَّلاَمِ وَالْكَلاَمِ .

হাদীসের ব্যাখ্যা:

১১৫৬ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)