আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৫- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা

হাদীস নং: ১১২২
আন্তর্জাতিক নং: ৫৫৬-৩
- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা
১৫. নকশাদার কাপড়ে নামায আদায় করা মাকরূহ
১১২২। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) এর একটি নকশাদার চাদর ছিল। চাদরখানি নামাযের মনোযোগ নষ্ট করত। তিনি চাদরটি আবু জাহমকে দিয়ে দিলেন এবং তার মোটা চাদরটি গ্রহণ করলেন।
كتاب المساجد ومواضع الصلاة
باب كَرَاهَةِ الصَّلاَةِ فِي ثَوْبٍ لَهُ أَعْلاَمٌ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَتْ لَهُ خَمِيصَةٌ لَهَا عَلَمٌ فَكَانَ يَتَشَاغَلُ بِهَا فِي الصَّلاَةِ فَأَعْطَاهَا أَبَا جَهْمٍ وَأَخَذَ كِسَاءً لَهُ أَنْبِجَانِيًّا .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)