আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৫- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা
হাদীস নং: ১০৯৩
আন্তর্জাতিক নং: ৫৪১-২
৮. নামাযে শয়তানকে লানত করা, শয়তান হতে আশ্রয় প্রার্থনা করা এবং ’আমলে কালীল’ করা বৈধ
১০৯৩। মুহাম্মাদ ইবনে বাশশার ও আবু বকর ইবনে আবি শাঈবা ......... শূবা (রাহঃ) থেকে উপরোক্ত সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তবে ইবনে জা’ফরের বর্ণনায় ″আমি তার ঘাড় মটকিয়ে দিলাম″ কথাটি নেই। আর ইবনে আবি শাঈবার বর্ণনায় আছে, ″আমি তাকে সজোরে ধাক্কা দিলাম।″
باب جَوَازِ لَعْنِ الشَّيْطَانِ فِي أَثْنَاءِ الصَّلاَةِ وَالتَّعَوُّذِ مِنْهُ وَجَوَازِ الْعَمَلِ الْقَلِيلِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدٌ، هُوَ ابْنُ جَعْفَرٍ ح قَالَ وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَبَابَةُ، كِلاَهُمَا عَنْ شُعْبَةَ، فِي هَذَا الإِسْنَادِ وَلَيْسَ فِي حَدِيثِ ابْنِ جَعْفَرٍ قَوْلُهُ فَذَعَتُّهُ . وَأَمَّا ابْنُ أَبِي شَيْبَةَ فَقَالَ فِي رِوَايَتِهِ فَدَعَتُّهُ .
