আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৯- আযান-ইকামতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৮৫২
৫৫০. নামায শেষে ডান ও বাঁ দিকে ফিরে যাওয়া।
আনাস ইবনে মালিক (রাযিঃ) কখনো ডান দিকে এবং কখনো বাঁ দিকে ফিরে যেতেন। নির্দিষ্ট করে ডান দিকে ফিরে যাওয়া দোষণীয় মনে করতেন।
৮১০। আবুল ওয়ালিদ (রাহঃ) ......... আসওয়াদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) বলেছেন, তোমাদের কেউ যেন তার নামায এর কোন কিছু শয়তানের জন্য না করে। তা হল, শুধুমাত্র ডান দিকে ফিরা জরুরী মনে করা। আমি নবী (ﷺ) কে অধিকাংশ সময়ই বাম দিকে ফেরতে দেখেছি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন