আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৪৩
আন্তর্জাতিক নং: ৫১৯-২
৫২. এক কাপড়ে নামায আদায় করা এবং তা পরিধানের নিয়ম
১০৪৩। আবু বকর ইবনে আবি শাঈবা, আবু কুরায়ব ও সুওয়ায়দ ইবনে সাঈদ (রাহঃ) ......... আল আ’মাশ থেকে বর্ণিত। তিনি উপরোক্তরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে আবু কুরায়বের রিওয়ায়াতে কাপড়ের দুই প্রান্ত দুই কাঁধের উপরে রাখার কথা উল্লিখিত হয়েছে এবং আবু বকর ও সুওয়ায়দের রিওয়ায়াতে তাওয়াশশুহ এর কথা বলা হয়েছে।
باب الصَّلاَةِ فِي ثَوْبٍ وَاحِدٍ وَصِفَةِ لُبْسِهِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح قَالَ وَحَدَّثَنِيهِ سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، كِلاَهُمَا عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ . وَفِي رِوَايَةِ أَبِي كُرَيْبٍ وَاضِعًا طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ . وَرِوَايَةُ أَبِي بَكْرٍ وَسُوَيْدٍ مُتَوَشِّحًا بِهِ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ১০৪৩ | মুসলিম বাংলা