আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৪১
আন্তর্জাতিক নং: ৫১৮-৩
- নামাযের অধ্যায়
৫২. এক কাপড়ে নামায আদায় করা এবং তা পরিধানের নিয়ম
১০৪১। হারামালা ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আবু যূবায়র আল মক্কী (রাহঃ) বলেন, তিনি জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) কে এক কাপড়ে তাওয়াশশুহ করে নামায আদায় করতে দেখেছেন। অথচ তাঁর নিকট একাধিক কাপড় ছিল। জাবির (রাযিঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে ঐরূপ করতে দেখেছেন।
كتاب الصلاة
باب الصَّلاَةِ فِي ثَوْبٍ وَاحِدٍ وَصِفَةِ لُبْسِهِ
حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ أَبَا الزُّبَيْرِ الْمَكِّيَّ، حَدَّثَهُ أَنَّهُ، رَأَى جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يُصَلِّي فِي ثَوْبٍ مُتَوَشِّحًا بِهِ وَعِنْدَهُ ثِيَابُهُ . وَقَالَ جَابِرٌ إِنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَصْنَعُ ذَلِكَ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ১০৪১ | মুসলিম বাংলা