আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪- নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৩৬
আন্তর্জাতিক নং: ৫১৭-২
৫২. এক কাপড়ে নামায আদায় করা এবং তা পরিধানের নিয়ম
১০৩৬। আবু বকর ইবনে আবি শাঈবা ও ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... উরওয়া থেকে বর্ণিত। তিনি অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে তাতে মুশতামিলান (مُشْتَمِل) এর স্থলে মুতাওয়াশশিহান (مُتَوَشِّحًا)* বলেছেন।
* মুতাওয়াশশিহ শব্দটির উৎপত্তি তাওয়াশশুহ থেকে। এর অর্থ চাদরের দুই প্রান্ত দুই কাঁধে রাখার পর ডানদিকের প্রান্ত বাম বগলের নিচ থেকে এবং বামদিকের প্রান্ত ডান বগলের নিচ থেকে বের করে এনে বুকের উপর বাঁধা।
* মুতাওয়াশশিহ শব্দটির উৎপত্তি তাওয়াশশুহ থেকে। এর অর্থ চাদরের দুই প্রান্ত দুই কাঁধে রাখার পর ডানদিকের প্রান্ত বাম বগলের নিচ থেকে এবং বামদিকের প্রান্ত ডান বগলের নিচ থেকে বের করে এনে বুকের উপর বাঁধা।
باب الصَّلاَةِ فِي ثَوْبٍ وَاحِدٍ وَصِفَةِ لُبْسِهِ
حَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ وَكِيعٍ، قَالَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ مُتَوَشِّحًا . وَلَمْ يَقُلْ مُشْتَمِلاً .
