আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪- নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৯৭
আন্তর্জাতিক নং: ৫০০-২
৪৭. মুসল্লীর জন্য সুতরা, সুতরার দিকে নামায আদায় করার নির্দেশ, মুসল্লীর সম্মুখ দিয়ে যাতায়াত নিষেধ ও তার হুকুম এবং যাতায়াতকারীকে বাধাপ্রদান, মুসল্লীর সম্মুখে শয়ন করার বৈধতা, সাওারীর দিকে মুখ করে নামায আদায় করা, সুতরার নিকটবর্তী হওয়ার নির্দেশ, সুতরার পরিমাণ ও তৎসংশ্লিষ্ট বিষয়াদি
৯৯৭। মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তাবুকের যুদ্ধকালে রাসূলুল্লাহ (ﷺ) কে মুসল্লীর সুতরা সম্পর্কে জিজ্ঞাসা করা হল। তিনি বললেন, তা হাওদার পিছনের কাঠটির মত।
باب سُتْرَةِ الْمُصَلِّي
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، أَخْبَرَنَا حَيْوَةُ، عَنْ أَبِي الأَسْوَدِ، مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ فِي غَزْوَةِ تَبُوكَ عَنْ سُتْرَةِ الْمُصَلِّي فَقَالَ " كَمُؤْخِرَةِ الرَّحْلِ " .
হাদীসের ব্যাখ্যা:
নামাযের সামনে দিয়ে অতিক্রম করা যেহেতু বড় ধরণের অন্যায় তাই নামাযীকে এটা খেয়াল রাখতে হবে যে, সুতরাবিহীন নামাযে দাঁড়ানোর কারণে যেন কেউ এ অন্যায় করতে বাধ্য না হয়। আবু দাউদ শরীফ ৬৮৯ নং হাদীসে বর্ণিত আছে যে, কেউ সুতরা না পেলে যেন লাঠি দাঁড় করে নেয় আর তা-ও না পেলে সামনে দিয়ে দাগ টেনে নেয়। এর বাইরে দিয়ে কেউ অতিক্রম করলে তার কোন অপরাধ হবে না। সহীহ সনদে বর্ণিত মুসনাদে আহমাদের এক হাদীসে উল্লেখ আছে যে, মুসল্লীকে সুতরার কাছাকাছি দাঁড়াবে। (মুসনাদে আহমাদ-১৬০৯০) আমাদেরকে এটাও অনুসরণ করা দরকার।
ফায়দা : সুতরার পরিমাণের ব্যাপারে এ হাদীসে বর্ণিত হাওদার পেছনের লাঠির ব্যাখ্যায় ইমাম আবু দাউদ রহ. হযরত আতা বিন আবি রবাহ থেকে সহীহ সনদে বর্ণনা করেন যে, آخِرةُ الرَّحل: ذِراع فما فوقه ‘হাওদার পিছনের খুটি’র পরিমাণ হলো এক হাত বা তার কিছু বেশী। (আবু দাউদ: ৬৮৬)
ফায়দা : সুতরার পরিমাণের ব্যাপারে এ হাদীসে বর্ণিত হাওদার পেছনের লাঠির ব্যাখ্যায় ইমাম আবু দাউদ রহ. হযরত আতা বিন আবি রবাহ থেকে সহীহ সনদে বর্ণনা করেন যে, آخِرةُ الرَّحل: ذِراع فما فوقه ‘হাওদার পিছনের খুটি’র পরিমাণ হলো এক হাত বা তার কিছু বেশী। (আবু দাউদ: ৬৮৬)
