আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৮৪১
৫৪৬. সালামের পর যিক্র।
৮০১। ইসহাক ইবনে নসর (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে, নবী (ﷺ) এর সময় মুসল্লীগণ ফরয নামায শেষ হলে উচ্চস্বরে যিক্র করতেন। ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, আমি এরূপ শুনে বুঝতাম, মুসল্লীগণ নামায শেষ করে ফিরছেন।
