আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪- নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৪৭
আন্তর্জাতিক নং: ৪৭৪-২
৩৯. ইমামের অনুসরণ এবং সব কাজ তার পরে করা
৯৪৭। আবু বকর ইবনে খাল্লাদ আল-বাহিলী (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে ইয়াযীদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বারা ইবনে আযিব (রাযিঃ) আমার নিকট বলেছেন এবং তিনি অসত্য বলেন নি। রাসূলুল্লাহ (ﷺ) যখন سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ বলতেন, আমাদের মধ্যে কেউ পিঠ ঝুকাত না যে পর্যন্ত না রাসূলুল্লাহ (ﷺ) সিজদায় যেতেন। (তিনি সিজদায় গেলে তারপর আমরা সিজদায় যেতেন)।
باب مُتَابَعَةِ الإِمَامِ وَالْعَمَلِ بَعْدَهُ
وَحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا يَحْيَى، - يَعْنِي ابْنَ سَعِيدٍ - حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنِي الْبَرَاءُ، - وَهُوَ غَيْرُ كَذُوبٍ - قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا قَالَ " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ " . لَمْ يَحْنِ أَحَدٌ مِنَّا ظَهْرَهُ حَتَّى يَقَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَاجِدًا ثُمَّ نَقَعُ سُجُودًا بَعْدَهُ .
