আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪- নামাযের অধ্যায়
হাদীস নং: ৯১৫
আন্তর্জাতিক নং: ৪৬১ - ১
৩৫. ফজরের নামাযে কিরা’আত পাঠ
৯১৫। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... আবু বারযা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) ফজরের নামাযে ষাট হতে একশ’ আয়াত পাঠ করতেন।
باب الْقِرَاءَةِ فِي الصُّبْحِ
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنِ التَّيْمِيِّ، عَنْ أَبِي الْمِنْهَالِ، عَنْ أَبِي بَرْزَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ فِي صَلاَةِ الْغَدَاةِ مِنَ السِّتِّينَ إِلَى الْمِائَةِ .
