আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪- নামাযের অধ্যায়
হাদীস নং: ৯০৩
আন্তর্জাতিক নং: ৪৫৩-৪
- নামাযের অধ্যায়
৩৪. যোহর ও আসরের কিরা’আত পাঠ
৯০৩। আবু কুরায়ব (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। অবশ্য তিনি এ কথাটি অতিরিক্ত বর্ণনা করেছেন যে, সা’দ (রাযিঃ) বললেন, ″আরব বেদূঈনগণ আমাকে নামায শিক্ষা দিবে!″
كتاب الصلاة
باب الْقِرَاءَةِ فِي الظُّهْرِ وَالْعَصْرِ
وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ، وَأَبِي، عَوْنٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، بِمَعْنَى حَدِيثِهِمْ وَزَادَ فَقَالَ تُعَلِّمُنِي الأَعْرَابُ بِالصَّلاَةِ