আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪- নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৪১
আন্তর্জাতিক নং: ৪২৩
২৪. পূর্ণভাবে, উত্তমরূপে ও বিনীতভাবে নামায আদায় করার নির্দেশ
৮৪১। আবু কুরায়ব মুহাম্মাদ ইবনুল আলা আল-হামদাযী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একদিন নামায আদায় শেষে বললেন, হে অমূক! তোমার নামায উত্তমরূপে আদায় করবে না কি? মুসুল্লী যখন নামায আদায় করে তখন সে কিরূপে নামায আদায় করে তা কি সে লক্ষ্য করে না? অথচ নামায আদায়কারী তার নিজের কল্যাণের জন্যই নামায আদায় করে। আল্লাহর শপথ করে বলছি আমি যেমন সামনের দিকে দেখি, তেমনি পিছনের দিকেও দেখি।*
* এটা রাসুলুল্লাহ (ﷺ) এর মু'জিযা ছিল, এর সাথে ইলমে গায়েবের কোন সম্পর্ক নেই।
* এটা রাসুলুল্লাহ (ﷺ) এর মু'জিযা ছিল, এর সাথে ইলমে গায়েবের কোন সম্পর্ক নেই।
باب الأَمْرِ بِتَحْسِينِ الصَّلاَةِ وَإِتْمَامِهَا وَالْخُشُوعِ فِيهَا
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ، - يَعْنِي ابْنَ كَثِيرٍ - حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا ثُمَّ انْصَرَفَ فَقَالَ " يَا فُلاَنُ أَلاَ تُحْسِنُ صَلاَتَكَ أَلاَ يَنْظُرُ الْمُصَلِّي إِذَا صَلَّى كَيْفَ يُصَلِّي فَإِنَّمَا يُصَلِّي لِنَفْسِهِ إِنِّي وَاللَّهِ لأُبْصِرُ مَنْ وَرَائِي كَمَا أُبْصِرُ مَنْ بَيْنَ يَدَىَّ " .
