আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৯- আযান-ইকামতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৮২৫
৫৩৫. দু’ সিজদার শেষে উঠার সময় তাকবীর বলবে।
ইবনে যুবাইর (রাযিঃ) উঠার সময় তাকবীর বলতেন।
৭৮৭। ইয়াহয়া ইবনে সালিহ (রাহঃ) ......... সাঈদ ইবনে হারিস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আবু সাঈদ (রাযিঃ) নামাযে আমাদের ইমামতি করেন। তিনি প্রথম সিজদা থেকে মাথা উঠানোর সময়, দ্বিতীয় সিজদা করার সময়, দ্বিতীয় সিজদা থেকে মাথা উঠানোর সময় এবং দু’ রাক'আত শেষে (তাশাহহুদের বৈঠকের পর) দাঁড়ানোর সময় স্বশব্দে তাকবীর বলেন। তিনি বলেন, আমি এভাবেই নবী (ﷺ)-কে (নামায আদায় করতে) দেখেছি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন