আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪- নামাযের অধ্যায়
হাদীস নং: ৮০৮
আন্তর্জাতিক নং: ৪১১-৩
- নামাযের অধ্যায়
১৯. মুক্তাদী কর্তৃক ইমামের অনুসরণ
৮০৮। হারামালা ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঘোড়া হতে পড়ে গেলেন। তাঁর ডানপাশ আঁচড়ে গেল। তারপর তিনি হাদীসের অবশিষ্ট অংশ উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। অবশ্য তিনি একটি কথা বেশী বলেছেন, তা হলো, ইমাম যখন দাঁড়িয়ে নামায আদায় করবে, তোমরাও তখন দাঁড়িয়ে নামায আদায় করবে।
كتاب الصلاة
باب ائْتِمَامِ الْمَأْمُومِ بِالإِمَامِ
حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صُرِعَ عَنْ فَرَسٍ فَجُحِشَ شِقُّهُ الأَيْمَنُ بِنَحْوِ حَدِيثِهِمَا وَزَادَ " فَإِذَا صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا " .
হাদীসের ব্যাখ্যা:
৮০৬ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।