আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪- নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৯০
আন্তর্জাতিক নং: ৪০৪ - ২
১৬. নামাযে তাশাহ্হুদ পাঠ
৭৯০। আবু বকর ইবনে আবি শাঈবা, আবু গাসসান আল মিসমাঈ ও ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... কাতাদা (রাহঃ) আরো একটু অতিরিক্ত বর্ণনা করেছেন যে, ″ইমাম যখন কিরা’আত পড়বে তখন তোমরা চুপ থাকবে।″ আবু কামিল (রাহঃ) আবু আওয়ানা (রাহঃ) থেকে যে রিওয়ায়াত করেছেন সেটিতে ছাড়া আর কারো বর্ণনায় এ বাক্যটি নেই যে, কারণ আল্লাহ তাআলা তার নবী (ﷺ) এর যবাণীতে বলেছেন, سمع الله لمن حمده (যে তার প্রশংসা করে তিনি তা শোনেন)
ইসহাক (ইমাম মূসলিমের ছাত্র) বলেন, আবু নযর-এর ভাগিনা আবু বকর (রাহঃ) এ রিওয়ায়াত সম্পর্কে আলোচনা করলেন। ইমাম মুসলিম (রাহঃ) বললেন, তুমি কি কাউকে সুলাইমান থেকে বেশী স্মরণশক্তিসম্পন্ন বলে মনে কর? আবু বকর (রাহঃ) বললেন, তাহলে আবু হুরায়রা (রাযিঃ) এর হাদীস? অর্থাৎ ইমাম যখন কিরা’আত পড়ে তখন তোমরা চুপ থাক” (এটার কি হবে?) তিনি বললেন, এটা আমার কাছে সহীহ। আবু বকর বললেন, তাহলে সেটা আপনি এখানে কেন আনলেন না? তিনি জবাব দিলেন, আমি সব সহীহ হাদীসই এখানে আনছি না বরং এখানে কেবল সেগুলোই আনছি যার উপর মুহাদ্দিসগণ ঐক্যমত পোষণ করেছেন।
ইসহাক (ইমাম মূসলিমের ছাত্র) বলেন, আবু নযর-এর ভাগিনা আবু বকর (রাহঃ) এ রিওয়ায়াত সম্পর্কে আলোচনা করলেন। ইমাম মুসলিম (রাহঃ) বললেন, তুমি কি কাউকে সুলাইমান থেকে বেশী স্মরণশক্তিসম্পন্ন বলে মনে কর? আবু বকর (রাহঃ) বললেন, তাহলে আবু হুরায়রা (রাযিঃ) এর হাদীস? অর্থাৎ ইমাম যখন কিরা’আত পড়ে তখন তোমরা চুপ থাক” (এটার কি হবে?) তিনি বললেন, এটা আমার কাছে সহীহ। আবু বকর বললেন, তাহলে সেটা আপনি এখানে কেন আনলেন না? তিনি জবাব দিলেন, আমি সব সহীহ হাদীসই এখানে আনছি না বরং এখানে কেবল সেগুলোই আনছি যার উপর মুহাদ্দিসগণ ঐক্যমত পোষণ করেছেন।
باب التَّشَهُّدِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، ح وَحَدَّثَنَا أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، كُلُّ هَؤُلاَءِ عَنْ قَتَادَةَ، فِي هَذَا الإِسْنَادِ بِمِثْلِهِ . وَفِي حَدِيثِ جَرِيرٍ عَنْ سُلَيْمَانَ عَنْ قَتَادَةَ مِنَ الزِّيَادَةِ " وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا " . وَلَيْسَ فِي حَدِيثِ أَحَدٍ مِنْهُمْ " فَإِنَّ اللَّهَ قَالَ عَلَى لِسَانِ نَبِيِّهِ صلى الله عليه وسلم سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ " . إِلاَّ فِي رِوَايَةِ أَبِي كَامِلٍ وَحْدَهُ عَنْ أَبِي عَوَانَةَ . قَالَ أَبُو إِسْحَاقَ قَالَ أَبُو بَكْرِ ابْنُ أُخْتِ أَبِي النَّضْرِ فِي هَذَا الْحَدِيثِ فَقَالَ مُسْلِمٌ تُرِيدُ أَحْفَظَ مِنْ سُلَيْمَانَ فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ فَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ فَقَالَ هُوَ صَحِيحٌ يَعْنِي وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا . فَقَالَ هُوَ عِنْدِي صَحِيحٌ . فَقَالَ لِمَ لَمْ تَضَعْهُ هَا هُنَا قَالَ لَيْسَ كُلُّ شَىْءٍ عِنْدِي صَحِيحٍ وَضَعْتُهُ هَا هُنَا . إِنَّمَا وَضَعْتُ هَا هُنَا مَا أَجْمَعُوا عَلَيْهِ .
হাদীসের ব্যাখ্যা:
প্রাগুক্ত


বর্ণনাকারী: