আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৮২০
৫৩১. দু’ সিজদার মধ্যে অপেক্ষা করা।
৭৮২। মুহাম্মাদ ইবনে আব্দুর রহীম (রাহঃ) ......... বারাআ (রাযিঃ) সূত্রে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) এর সিজদা ও রুকূ’ এবং দু’ সিজদার মধ্যে বসা প্রায় সমান হতো।
