আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৩- হায়েয-ইস্তিহাযা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৭১৬
আন্তর্জাতিক নং: ৩৭৪-৪
৩১. উযু না থাকা অবস্থায় খানা খাওয়া জায়েয; এতে কোন দোষ নেই। কারণ উযু ভঙ্গের সাথে সাথেই তা করা জরুরী নয়
৭১৬। মুহাম্মাদ ইবনে আমর ইবনে আব্বাদ ইবনে জাবাল (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ (ﷺ) শৌচাগার থেকে প্রয়োজন সেরে এলেন। তার সামনে খানা পেশ করা হল। তিনি পানি স্পর্শ না করে (উযু না করে) তা আহার করলেন।
আমর ইবনে দিনার এর বর্ণনায় আরো অতিরিক্ত রয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) কে বলা হল, আপনি যে উযু করলেন না? তিনি বললেন, আমি তো আর এখন নামায আদায়ের ইচ্ছা করিনি যে, উযু করব। আমর ইবনে দীনার বলেন এ হাদীসটি তিনি সাঈদ ইবনুল হুওয়ায়রিস (রাহঃ) থেকে শুনেছেন।
আমর ইবনে দিনার এর বর্ণনায় আরো অতিরিক্ত রয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) কে বলা হল, আপনি যে উযু করলেন না? তিনি বললেন, আমি তো আর এখন নামায আদায়ের ইচ্ছা করিনি যে, উযু করব। আমর ইবনে দীনার বলেন এ হাদীসটি তিনি সাঈদ ইবনুল হুওয়ায়রিস (রাহঃ) থেকে শুনেছেন।
باب جَوَازِ أَكْلِ الْمُحْدِثِ الطَّعَامَ وَأَنَّهُ لاَ كَرَاهَةَ فِي ذَلِكَ وَأَنَّ الْوُضُوءَ لَيْسَ عَلَى الْفَوْرِ
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَبَّادِ بْنِ جَبَلَةَ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ حُوَيْرِثٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَضَى حَاجَتَهُ مِنَ الْخَلاَءِ فَقُرِّبَ إِلَيْهِ طَعَامٌ فَأَكَلَ وَلَمْ يَمَسَّ مَاءً . قَالَ وَزَادَنِي عَمْرُو بْنُ دِينَارٍ عَنْ سَعِيدِ بْنِ الْحُوَيْرِثِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قِيلَ لَهُ إِنَّكَ لَمْ تَوَضَّأْ قَالَ " مَا أَرَدْتُ صَلاَةً فَأَتَوَضَّأَ " . وَزَعَمَ عَمْرٌو أَنَّهُ سَمِعَ مِنْ سَعِيدِ بْنِ الْحُوَيْرِثِ .
