আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং: ৭৭১
আন্তর্জাতিক নং: ৮০৮
৫২২. নামাযে উভয় পায়ের আঙ্গুল কিবলামুখী রাখা।
আবু হুমাইদ (রা.) নবী করীম (ﷺ) থেকে এরূপ হাদীস বর্ণনা করেছেন।
পরিচ্ছেদঃ ৫২৩. পূর্ণভাবে সিজদা না করলে।
আবু হুমাইদ (রা.) নবী করীম (ﷺ) থেকে এরূপ হাদীস বর্ণনা করেছেন।
পরিচ্ছেদঃ ৫২৩. পূর্ণভাবে সিজদা না করলে।
৭৭১। সালত ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... হুযাইফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি এক ব্যক্তিকে দেখলেন, সে রুকূ’ ও সিজদা পূর্ণরূপে আদায় করছে না। সে যখন তার নামায শেষ করল, তখন হুযাইফা (রাযিঃ) তাকে বললেন, তুমি তো নামায আদায় করনি।
আবু ওয়াইল (রাহঃ) বলেন, আমার মনে হয়, তিনি এও বলেছিলেন যে, এভাবে নামায আদায় করে তুমি যদি মারা যাও, তাহলে মুহাম্মাদ (ﷺ) এর তরীকা থেকে বিচ্যুত হয়ে মারা যাবে।
আবু ওয়াইল (রাহঃ) বলেন, আমার মনে হয়, তিনি এও বলেছিলেন যে, এভাবে নামায আদায় করে তুমি যদি মারা যাও, তাহলে মুহাম্মাদ (ﷺ) এর তরীকা থেকে বিচ্যুত হয়ে মারা যাবে।
بَابُ يَسْتَقْبِلُ بِأَطْرَافِ رِجْلَيْهِ الْقِبْلَةَ قَالَهُ أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
باب إِذَا لَمْ يُتِمَّ السُّجُودَ
باب إِذَا لَمْ يُتِمَّ السُّجُودَ
808 - حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، رَأَى رَجُلًا لَا يُتِمُّ رُكُوعَهُ، وَلاَ سُجُودَهُ فَلَمَّا قَضَى صَلاَتَهُ قَالَ لَهُ حُذَيْفَةُ: «مَا صَلَّيْتَ؟» قَالَ: وَأَحْسِبُهُ قَالَ: «وَلَوْ مُتَّ مُتَّ عَلَى غَيْرِ سُنَّةِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


বর্ণনাকারী: