আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৩- হায়েয-ইস্তিহাযা সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৬৫৫
আন্তর্জাতিক নং: ৩৩৫-২
১৫. ঋতুবতী মহিলার ওপর রোযা কাযা জরুরী, নামায নয়
৬৫৫। মুহাম্মাদ ইবনুল মুসান্না (রাহঃ) ......... মু’আযা থেকে বর্ণিত যে, তিনি আয়েশা (রাযিঃ) কে জিজ্ঞাসা করলেন ঋতুবতী মহিলা কি নামায কাযা করবে? আয়েশা (রাযিঃ) জিজ্ঞাসা করলেন তুমি কি হারুরিয়্যা? রাসূলুল্লাহ (ﷺ) এর পত্নীগণের হায়য হত, তিনি কি তাদেরকে (নামায) কাযা করার হুকুম দিয়েছেন?
باب وُجُوبِ قَضَاءِ الصَّوْمِ عَلَى الْحَائِضِ دُونَ الصَّلاَةِ
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ، قَالَ سَمِعْتُ مُعَاذَةَ، أَنَّهَا سَأَلَتْ عَائِشَةَ أَتَقْضِي الْحَائِضُ الصَّلاَةَ فَقَالَتْ عَائِشَةُ أَحَرُورِيَّةٌ أَنْتِ قَدْ كُنَّ نِسَاءُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَحِضْنَ أَفَأَمَرَهُنَّ أَنْ يَجْزِينَ قَالَ مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ تَعْنِي يَقْضِينَ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)