আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৩- হায়েয-ইস্তিহাযা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৬৪৮
আন্তর্জাতিক নং: ৩৩৪-১
- হায়েয-ইস্তিহাযা সংক্রান্ত অধ্যায়
১৪. মুস্তাহাযা মহিলা এবং তার গোসল ও নামাযের বিবরণ
৬৪৮। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ও মুহাম্মাদ ইবনে রুমহ (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মে হাবীবা বিনতে জাহশ রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে মাসআলা জানতে চেয়ে বলল, আমার ইস্তিহাযা হয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ওটা হল একটা শিরার (ধমনী) রক্ত। তাই তুমি গোসল করে ফেলবে তারপর নামায আদায় করবে। এরপর সে প্রতি নামাযের সময়ই গোসল করত। রাবী লাঈস ইবনে সা’দ বলেন, ইবনে শিহাব (রাহঃ) একথা উল্লেখ করেননি, যে, রাসূলুল্লাহ (ﷺ) উম্মে হাবীবাকে প্রত্যেক নামাযের সময়ই গোসলের নির্দেশ দিয়েছিলেন। বরং এটা তিনি নিজের থেকেই করতেন। ইবনে রুমহ তার বর্ণনায় জাহশের কন্যার কথা বলেছেন উম্মে হাবীবার নাম উল্লেখ করেননি।
كتاب الحيض
باب الْمُسْتَحَاضَةِ وَغُسْلِهَا وَصَلاَتِهَا
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتِ اسْتَفْتَتْ أُمُّ حَبِيبَةَ بِنْتُ جَحْشٍ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنِّي أُسْتَحَاضُ . فَقَالَ " إِنَّمَا ذَلِكِ عِرْقٌ فَاغْتَسِلِي ثُمَّ صَلِّي " . فَكَانَتْ تَغْتَسِلُ عِنْدَ كُلِّ صَلاَةٍ . قَالَ اللَّيْثُ بْنُ سَعْدٍ لَمْ يَذْكُرِ ابْنُ شِهَابٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ أَنْ تَغْتَسِلَ عِنْدَ كُلِّ صَلاَةٍ وَلَكِنَّهُ شَىْءٌ فَعَلَتْهُ هِيَ . وَقَالَ ابْنُ رُمْحٍ فِي رِوَايَتِهِ ابْنَةُ جَحْشٍ وَلَمْ يَذْكُرْ أُمَّ حَبِيبَةَ .
হাদীসের ব্যাখ্যা:
৬৪৬ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।