আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৩- হায়েয-ইস্তিহাযা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৬১৮
আন্তর্জাতিক নং: ৩১৮
- হায়েয-ইস্তিহাযা সংক্রান্ত অধ্যায়
৯. জানাবাত থেকে গোসলের বিবরণ
৬১৮। মুহাম্মাদ ইবনুল মুসান্না আল আনাযী (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন জানাবাত থেকে গোসল করতেন তখন হিলাব (দুধ দোহন করার পাত্র) এর ন্যায় একটি পানির পাত্র চেয়ে নিতেন। অতঃপর তা হাত দিয়ে ধরে প্রথমে মাথার ডান দিকে ঢালতেন তারপর বাম দিক, তারপর উভয় হাত দিয়ে পানি নিয়ে মাথায় ঢেলে দিতেন।
كتاب الحيض
باب صِفَةِ غُسْلِ الْجَنَابَةِ
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ، حَدَّثَنِي أَبُو عَاصِمٍ، عَنْ حَنْظَلَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ دَعَا بِشَىْءٍ نَحْوَ الْحِلاَبِ فَأَخَذَ بِكَفِّهِ بَدَأَ بِشِقِّ رَأْسِهِ الأَيْمَنِ ثُمَّ الأَيْسَرِ ثُمَّ أَخَذَ بِكَفَّيْهِ فَقَالَ بِهِمَا عَلَى رَأْسِهِ .
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, গোসলের সময় শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ধুয়ার ক্ষেত্রে প্রথমে মাথার ডান পাশ অতঃপর মাথার বাম পাশ ধুবে। আর এ নিয়মে অন্যান্য অঙ্গ-প্রতঙ্গও প্রথমে ডান এবং পরে বামটা ধুবে। ডান দিক থেকে শুরু করার এ আমলই হানাফী মাযহাবে গ্রহণ করা হয়েছে। (শামী: ১/১৫৯)