আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৯- আযান-ইকামতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৮০০
৫১৮. রুকূ’ থেকে মাথা উঠানোর পর স্থির হওয়া।
আবু হুমাইদ (র.) বর্ণনা করেন, নবী (ﷺ) উঠে এমনভাবে সোজা হয়ে দাঁড়াতেন যে, মেরুদন্ডের হাড় যথাস্থানে ফিরে আসতো।
৭৬৪। আবুল ওয়ালীদ (রাহঃ) ......... সাবিত (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনে মালিক (রাযিঃ) আমাদেরকে নবী (ﷺ) এর নামাযের বর্ণনা দিলেন। তারপর তিনি নামায আদায় করে দেখালেন। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠালেন, তখন (এতক্ষণ) দাঁড়িয়ে রইলেন যে, আমরা মনে করলাম, তিনি (সিজদার কথা) ভুলে গেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন