আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

২- পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৪৫০
আন্তর্জাতিক নং: ২৩৫-৩
৭. নবী (ﷺ) এর উযুর পদ্ধতি
৪৫০। ইসহাক ইবনে মুসা আনসারী ......... মালিক ইবনে আনাস (রাহঃ) থেকে আমর ইবনে ইয়াহয়া (রাহঃ) উপরোক্ত সূত্রে বর্ণনা করেছেন। কিন্তু এতে বলেছেন, “কুলি করলেন এবং নাকে পানি দিলেন তিনবার” আর আজলার কথা বলেন নি। অবশ্য “সম্মুখের দিকে আনলেন ও পিছনের দিকে নিলেন” কথার পর বৃদ্ধি করেছেন, “মাথার সম্মুখ থেকে পেছন পর্যন্ত মাসাহ করেছেন এভাবে যে, মাথার সম্মুখ ভাগ থেকে মাসাহ আরম্ভ করলেন, এরপর উভয় হাত ঘাড় পর্যন্ত নিয়ে গেলেন; পুনরায় উভয় হাত ফিরিয়ে আনলেন যে স্থান থেকে আরম্ভ করেছিলেন সে স্থান পর্যন্ত, তারপর উভয় পা ধুলেন।
باب فِي وُضُوءِ النَّبِيِّ صلى الله عليه وسلم
وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ مَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلاَثًا . وَلَمْ يَقُلْ مِنْ كَفٍّ وَاحِدَةٍ . وَزَادَ بَعْدَ قَوْلِهِ فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ ثُمَّ ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ ثُمَّ رَدَّهُمَا حَتَّى رَجَعَ إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ وَغَسَلَ رِجْلَيْهِ .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, মাথা মাসেহ করার পদ্ধতি হলো: উভয় হাতের তালু মাথার সম্মুখভাগে রেখে পিছন দিকে গর্দান পর্যন্ত টেনে নিতে হবে। অতঃপর সেখান থেকে পুনরায় টেনে মাথার সম্মুখভাগে এনে শেষ করতে হবে। এ পদ্ধতিতে টানার দ্বারা একবার মাথা মাসেহ করা সাব্যস্ত হবে। আর এটাই হানাফী মাযহাবের মত। (মিরকাত: ১/৪০৪, তুফাতুল কারী: ১/৫১৯)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ৪৫০ | মুসলিম বাংলা