আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১- ঈমানের অধ্যায়

হাদীস নং: ২৭৪
আন্তর্জাতিক নং: ১৪৮-২
- ঈমানের অধ্যায়
৬৫. শেষ যুগে ঈমান বিদায় নেবে
২৭৪। আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ আল্লাহ আল্লাহ বলার মত একটি মানুষ অবশিষ্ট থাকতেও কিয়ামত হবে না।
كتاب الإيمان
باب ذَهَابِ الإِيمَانِ آخِرَ الزَّمَانِ
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَقُومُ السَّاعَةُ عَلَى أَحَدٍ يَقُولُ اللَّهُ اللَّهُ " .

হাদীসের ব্যাখ্যা:

দুনিয়ার বুকে যতক্ষণ আল্লাহ বিশ্বাসীগণ বাস করবেন ততক্ষণ কিয়ামত অনুষ্ঠিত হবে না। এমন কি একজন মানুষও আল্লাহর হুকুম মানার মত থাকলে আল্লাহ আসমান যমীনের নি'আমত চালু রাখবেন এবং তাঁর বান্দাদেরকে দুনিয়ার যিন্দেগীর অবকাশ দেবেন। বস্তুতঃ আল্লাহর হুকুম পালন, আল্লাহর যিকির এবং আল্লাহর ইবাদত এ বিশ্বের প্রাণস্বরূপ। যতদিন মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এসব নেককাজ করবে ততদিন দুনিয়া বেঁচে থাকবে। রূহ ছাড়া যেরূপ আমাদের দেহ বাঁচতে পারে না, ঠিক দুনিয়াও তার রূহ ছাড়া বাঁচতে পারে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)