আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১- ঈমানের অধ্যায়

হাদীস নং: ২২৮
আন্তর্জাতিক নং: ১২৪-২
- ঈমানের অধ্যায়
৫৬. ঈমানে সততা ও নিষ্ঠা
২২৮। ইসহাক ইবনে ইবরাহীম, আলী ইবনে খাশরাম, মিনজাব ইবনে হারিস আত তামীমী এবং আবু কুরায়ব (রাহঃ) ......... আমাশ (রাহঃ) থেকে উক্ত সনদে বর্ণনা করেছেন। আবু কুরায়ব (রাহঃ) বলেন, ইবনে ইদরীস (রাহঃ) বলেছেন, প্রথমত আমার পিতা আমাকে আবান ইবনে তাগলিব থেকে আ’মাশ এ সূত্রে বর্ণনা করেছেন, পরবর্তীকালে আমি নিজেই আমাশ থেকে সরাসরি এ হাদীস শুনেছি।
كتاب الإيمان
باب صِدْقِ الإِيمَانِ وَإِخْلاَصِهِ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالاَ أَخْبَرَنَا عِيسَى، - وَهُوَ ابْنُ يُونُسَ ح وَحَدَّثَنَا مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ، أَخْبَرَنَا ابْنُ مُسْهِرٍ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، أَخْبَرَنَا ابْنُ إِدْرِيسَ، كُلُّهُمْ عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ قَالَ أَبُو كُرَيْبٍ قَالَ ابْنُ إِدْرِيسَ حَدَّثَنِيهِ أَوَّلاً أَبِي، عَنْ أَبَانِ بْنِ تَغْلِبَ، عَنِ الأَعْمَشِ، ثُمَّ سَمِعْتُهُ مِنْهُ، .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)