আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং: ৭২৬
আন্তর্জতিক নং: ৭৬২
পরিচ্ছেদঃ ৪৮৯. আসরের নামাযে কিরাআত।
৭২৬। মক্কী ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আবু কাতাদাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) যোহর ও আসরের প্রথম দু’রাক'আতে সূরা ফাতিহার সাথে একটি সূরা পড়তেন। আর কখনো কোন আয়াত আমাদের শুনিয়ে পড়তেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন