আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং: ৭২৫
আন্তর্জাতিক নং: ৭৬১
৪৮৯. আসরের নামাযে কিরাআত।
৭২৫। মুহাম্মাদ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আবু মা’মার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি খাব্বাব ইবনে আরাত্ (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম, নবী (ﷺ) কি যোহর ও আসরের নামাযে কিরাআত পড়তেন? তিনি বললেন, হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কি করে তাঁর কিরাআত বুঝতেন? তিনি বললেন, তাঁর দাড়ি মুবারকের নড়াচড়ায়।
باب الْقِرَاءَةِ فِي الْعَصْرِ
761 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، قَالَ: قُلْتُ لِخَبَّابِ بْنِ الأَرَتِّ: أَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالعَصْرِ؟ قَالَ: نَعَمْ، قَالَ: قُلْتُ: بِأَيِّ شَيْءٍ كُنْتُمْ تَعْلَمُونَ قِرَاءَتَهُ؟ قَالَ: «بِاضْطِرَابِ لِحْيَتِهِ»


বর্ণনাকারী: