আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১- ঈমানের অধ্যায়

হাদীস নং: ৪৩
আন্তর্জাতিক নং: ২৬-১
- ঈমানের অধ্যায়
১০. যে ব্যক্তি তাওহীদের উপর ইনতিকাল করবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে - এর প্রমাণ
৪৩। আবু বকর ইবনে আবি শাঈবা ও যুহাইর ইবনে হারব (রাহঃ) .... উসমান (রাযিঃ) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি -লা-ইলাহা ইল্লাল্লাহ-এর নিশ্চিত বিশ্বাস নিয়ে ইন্‌তিকাল করবে, সে জান্নাতে প্রবেশ করবে।*

* গুনাহগার হলেও ক্ষমা লাভ অথবা শাস্তিভোগের পর সে জান্নাতে যাবে।
كتاب الإيمان
باب الدليل على أن من مات على التوحيد دخل الجنة قطعا
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، كِلاَهُمَا عَنْ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، - قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، - عَنْ خَالِدٍ، قَالَ حَدَّثَنِي الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ حُمْرَانَ، عَنْ عُثْمَانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ مَاتَ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ دَخَلَ الْجَنَّةَ " .

হাদীসের ব্যাখ্যা:

'আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই'। কালেমাটি খুবই সংক্ষিপ্ত, কিন্তু তার অর্থ অত্যন্ত ব্যাপক। যে ব্যক্তি বিচার-বিবেচনা করে কালেমা উচ্চারণ করে সে বস্তুতঃ এ ঘোষণাই দেয় যে, সে আল্লাহ ও তাঁর রাসূলের যাবতীয় হুকুম পালন করার জন্য প্রস্তুত। কলেমা পাঠের সংগে সংগে ঈমানদার ব্যক্তি বহু কঠিন যিম্মাদারীর সম্মুখীন হন। নিজের জীবনকে পূর্ণ ইসলামী শিক্ষা অনুযায়ী গড়ে তোলার জন্য চেষ্টা করাই ঈমানদারের কর্তব্য। মৃত্যু পর্যন্ত মুমিন ব্যক্তি তার ঈমানের দাবী মোতাবিক সংগ্রাম করে। কালেমায়ে তাইয়্যেবার দাবী পূরণে কোনরূপ গাফলতি করলে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিৎ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)