আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৮৩- তাওহীদ অধ্যায় ও জাহমিয়্যাসহ ভ্রান্ত দলগুলোর অপনোদন
হাদীস নং: ৬৯৬৩
আন্তর্জাতিক নং: ৭৪৭১
৩১৩৩. আল্লাহর ইচ্ছা ও চাওয়া।
৬৯৬৩। ইবনে সালাম (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আবু কাতাদা তাঁর পিতা (রাযিঃ) থেকে বর্ণিত, যখন তারা নামায থেকে ঘুমিয়ে ছিলেন তখন নবী (ﷺ) বলেছিলেনঃ আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেন তোমাদের রূহকে নিয়ে যান, আর যখন ইচ্ছা ফিরিয়ে দেন। এরপর তারা তাদের প্রয়োজন সেরে নিলেন এবং উযু করলেন। এতে সূর্য উদিত হয়ে শ্বেতবর্ণ হয়ে গেল। অতঃপর নবী (ﷺ) দাঁড়ালেন এবং নামায আদায় করলেন।
باب فِي الْمَشِيئَةِ وَالإِرَادَةِ
7471 - حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، حِينَ نَامُوا عَنِ الصَّلاَةِ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ قَبَضَ أَرْوَاحَكُمْ حِينَ شَاءَ، وَرَدَّهَا حِينَ شَاءَ» ، فَقَضَوْا حَوَائِجَهُمْ، وَتَوَضَّئُوا إِلَى أَنْ طَلَعَتِ الشَّمْسُ وَابْيَضَّتْ، فَقَامَ فَصَلَّى
