আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৮৩- তাওহীদ অধ্যায় ও জাহমিয়্যাসহ ভ্রান্ত দলগুলোর অপনোদন
হাদীস নং: ৬৮৭০
আন্তর্জাতিক নং: ৭৩৭৪
৩১০৩. তাওহীদ অধ্যায়: আল্লাহ তাআলার তাওহীদের প্রতি উম্মতকে নবী (ﷺ) এর দাওয়াত।
৬৮৭০। ইসমাঈল (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি অপর এক ব্যক্তিকে বারবার ″ইখলাস″ সূরাটি তিলাওয়াত করতে শুনল। সকাল বেলা সে ব্যক্তি নবী (ﷺ) এর কাছে উপস্থিত হয়ে তার নিকট এ ব্যাপারটি উল্লেখ করল। সে ব্যক্তিটি যেন সূরা ইখলাসের (মহত্ত্বকে) কম করে দেখছিল। এই প্রেক্ষিতে নবী (ﷺ) বললেনঃ যে মহান সত্তার হাতে আমার প্রাণ, তাঁর কসম করে বলছি! এই সূরাটি মর্যাদার দিক দিয়ে অবশ্যই কুরআনের এক-তৃতীয়াংশ।
ইসমাঈল ইবনে জাফর ...........কাতাদা ইবনে নু'মান (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে (কিছুটা) বৃদ্ধি সহকারে বর্ণনা করেছেন।
ইসমাঈল ইবনে জাফর ...........কাতাদা ইবনে নু'মান (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে (কিছুটা) বৃদ্ধি সহকারে বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي دُعَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم أُمَّتَهُ إِلَى تَوْحِيدِ اللَّهِ تَبَارَكَ وَتَعَلَى
7374 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، أَنَّ رَجُلًا سَمِعَ رَجُلًا يَقْرَأُ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ يُرَدِّدُهَا، فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ لَهُ ذَلِكَ، وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا [ص:115]، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ القُرْآنِ» زَادَ إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ، أَخْبَرَنِي أَخِي قَتَادَةُ بْنُ النُّعْمَانِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


বর্ণনাকারী: