আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৮০- ভালো-মন্দ আকাঙ্ক্ষার অধ্যায়
হাদীস নং: ৬৭৪৪
আন্তর্জাতিক নং: ৭২৩৮
৩০৬৭. لَوْ 'যদি' শব্দটা বলা কতখানি বৈধ।
কুরআনের বাণীঃ তোমাদের উপর যদি আমার শক্তি থাকত...... (১১ঃ ৮০)।
কুরআনের বাণীঃ তোমাদের উপর যদি আমার শক্তি থাকত...... (১১ঃ ৮০)।
৬৭৪৪। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... কাসিম ইবনে মুহাম্মাদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) দু’জন লিআনকারীর ঘটনা বর্ণনা করলেন। তখন আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ বললেন, এ কি সেই স্ত্রীলোক যার সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন, যদি বিনা প্রমাণে কোন স্ত্রীলোককে রজম করতাম? তিনি বললেনঃ না! সে স্ত্রীলোকটি প্রকাশ্যে অশ্লীল কাজ করেছে।
بَابُ مَا يَجُوزُ مِنَ اللَّوْ وَقَوْلِهِ تَعَالَى: {لَوْ أَنَّ لِي بِكُمْ قُوَّةً} [هود: 80]
7238 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، قَالَ: ذَكَرَ ابْنُ عَبَّاسٍ، المُتَلاَعِنَيْنِ فَقَالَ: عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ أَهِيَ الَّتِي قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كُنْتُ رَاجِمًا امْرَأَةً مِنْ غَيْرِ بَيِّنَةٍ» قَالَ: لاَ، تِلْكَ امْرَأَةٌ أَعْلَنَتْ
