আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭৯- আহকাম (রাষ্ট্রনীতি) অধ্যায়

হাদীস নং: ৬৬৯১
আন্তর্জাতিক নং: ৭১৮০
৩০৩২. অনুপস্থিত ব্যক্তির বিচার।
৬৬৯১। মুহাম্মাদ ইবনে কাসীর (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, হিন্দা (রাযিঃ) নবী (ﷺ) কে বলল, আবু সুফিয়ান (রাযিঃ) বড়ই কৃপন ব্যক্তি। অতএব (তার অগোচরে) তার সম্পদ থেকে কিছু নিতে আমি বাধ্য হয়ে পড়ি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমার ও সন্তানের যতটুকু প্রয়োজন হয়, ন্যায়সঙ্গতভাবে সেই পরিমাণ নিতে পার।
باب الْقَضَاءِ عَلَى الْغَائِبِ
7180 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ هِنْدًا [ص:72] قَالَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ، فَأَحْتَاجُ أَنْ آخُذَ مِنْ مَالِهِ، قَالَ: «خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ بِالْمَعْرُوفِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৬৬৯১ | মুসলিম বাংলা