আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭৯- আহকাম (রাষ্ট্রনীতি) অধ্যায়

হাদীস নং: ৬৬৭৯
আন্তর্জাতিক নং: ৭১৬৬
৩০২২. যে ব্যক্তি মসজিদে বসে বিচার করে ও লিআন করে।
৬৬৭৯। ইয়াহয়া (রাহঃ) ......... সাহল ইবনে সা’দ (রাযিঃ) -বনু সাঈদার ভ্রাতা- থেকে বর্ণিত, তিনি বলেন যে, এক আনসারী ব্যক্তি নবী (ﷺ) এর নিকট এসে বলল, আপনার কি রায়? যদি কোন ব্যক্তি তার স্ত্রীর সাথে অন্য কোন পুরুষকে দেখতে পায় তাহলে কি সে তাকে হত্যা করবে? পরে সে ব্যক্তি ও তার স্ত্রীকে মসজিদে লিআন* করানো হয়েছিল, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম।

*স্বামী বা স্ত্রী একে অপরের প্রতি যিনার অভিযোগ উত্থাপন করলে শরীয়তসম্মত বিধান মোতাবেক উভয়কে যে কসম করানো হয় তাঁকে লি'আন বলে।
باب مَنْ قَضَى وَلاَعَنَ فِي الْمَسْجِدِ
7166 - حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنْ سَهْلٍ، أَخِي بَنِي سَاعِدَةَ، أَنَّ رَجُلًا مِنَ الأَنْصَارِ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَرَأَيْتَ رَجُلًا وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا، أَيَقْتُلُهُ؟ «فَتَلاَعَنَا فِي المَسْجِدِ» وَأَنَا شَاهِدٌ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৬৬৭৯ | মুসলিম বাংলা