আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭৮- কিয়ামত ও ফিতনাসমূহের বিবরণ
হাদীস নং: ৬৬৪১
আন্তর্জাতিক নং: ৭১২৬
৩০০২. দাজ্জাল সংক্রান্ত আলোচনা।
৬৬৪১। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আবু বাকরা (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেনঃ মদীনায় মাসীহ দাজ্জালের প্রভাব পড়বেনা। সে সময় মদীনার সাতটি প্রবেশদ্বার থাকবে। প্রতি প্রবেশদ্বারে দু’জন করে ফিরিশতা নিয়োজিত থাকবেন।
ইবনে ইসহাক ......... ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন যে, আমি যখন বসরায় আগমন করলাম তখন আবু বাকরা (রাযিঃ) আমাকে বললেন যে, এ হাদীসটি আমি নবী (ﷺ) থেকে শুনেছি।
ইবনে ইসহাক ......... ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন যে, আমি যখন বসরায় আগমন করলাম তখন আবু বাকরা (রাযিঃ) আমাকে বললেন যে, এ হাদীসটি আমি নবী (ﷺ) থেকে শুনেছি।
باب ذِكْرِ الدَّجَّالِ
7126 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، حَدَّثَنَا سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لاَ يَدْخُلُ المَدِينَةَ رُعْبُ المَسِيحِ، لَهَا يَوْمَئِذٍ سَبْعَةُ أَبْوَابٍ عَلَى كُلِّ بَابٍ مَلَكَانِ» قَالَ وَقَالَ ابْنُ إِسْحَاقَ، عَنْ صَالِحِ بْنِ إِبْرَاهِيمَ [ص:60]، عَنْ أَبِيهِ، قَالَ: قَدِمْتُ البَصْرَةَ فَقَالَ لِي أَبُو بَكْرَةَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا


বর্ণনাকারী: