আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৯- আযান-ইকামতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৯৮
৪৫০. যদি কেউ ইমামের বাম পাশে দাঁড়ায় এবং ইমাম তাকে ডান পাশে নিয়ে আসেন, তবে কারো নামায নষ্ট হয় না।
৬৬৪। আহমদ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার খালা মায়মুনা (রাযিঃ) এর ঘরে ঘুমালাম। নবী (ﷺ) সে রাতে তাঁর কাছে ছিলেন। তিনি (নবী ﷺ) উযু করলেন। তারপর নামাযে দাঁড়ালেন। আমিও তাঁর বামপাশে দাঁড়ালাম। তিনি আমাকে ধরে তাঁর ডানপাশে নিয়ে আসলেন। আর তিনি তের রাক'আত নামায আদায় করলেন। তারপর তিনি ঘুমিয়ে পড়লেন, এমনকি তাঁর নাক ডাকতে শুরু করল। এবং তিনি যখন ঘুমাতেন তাঁর নাক ডাকত। তারপর তাঁর কাছে মুয়াযযিন এলেন, তিনি বেরিয়ে গিয়ে ফজরের নামায আদায় করলেন এবং (নতুন) উযু করেননি।
আমর (রাহঃ) বলেন, এ হাদীস আমি বুকাইর (রাহঃ)-কে শোনালে তিনি বলেন, কুরাইব (রাহঃ)-ও এ হাদীস আমার কাছে বর্ণনা করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন