আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭৮- কিয়ামত ও ফিতনাসমূহের বিবরণ
হাদীস নং: ৬৬৩৫
আন্তর্জাতিক নং: ৭১২০
৩০০০. আগুন বের হওয়া।
৬৬৩৫। মুসাদ্দাদ (রাহঃ) ......... হারিসা ইবনে ওয়াহব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, তোমরা সাদ্কা কর। কেননা, অচিরেই এমন এক যুগ আসবে যে, মানুষ সাদ্কা নিয়ে ঘোরাফেরা করবে। কিন্তু সাদ্কা গ্রহণ করে এমন কাউকে পাবে না।
মুসাদ্দাদ (রাহঃ) বলেন, হারিসা উবাইদুল্লাহ ইবনে উমর (রাযিঃ) এর বৈপিত্রেয় ভাই।
মুসাদ্দাদ (রাহঃ) বলেন, হারিসা উবাইদুল্লাহ ইবনে উমর (রাযিঃ) এর বৈপিত্রেয় ভাই।
باب خُرُوجِ النَّارِ
7120 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، حَدَّثَنَا مَعْبَدٌ، سَمِعْتُ حَارِثَةَ بْنَ وَهْبٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «تَصَدَّقُوا فَسَيَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَمْشِي الرَّجُلُ بِصَدَقَتِهِ، فَلاَ يَجِدُ مَنْ يَقْبَلُهَا» قَالَ مُسَدَّدٌ: حَارِثَةُ أَخُو عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ لِأُمِّهِ قَالَهُ أَبُو عَبْدِ اللَّهِ


বর্ণনাকারী: