আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭৮- কিয়ামত ও ফিতনাসমূহের বিবরণ
হাদীস নং: ৬৬০৪
আন্তর্জাতিক নং: ৭০৮৩
২৯৮৬. দু’জন মুসলিম তরবারী নিয়ে পরস্পরে মারমুখী হলে।
৬৬০৪। সুলাইমান ইবনে হারব ও মুআম্মাল (রাহঃ) ......... আবু বাকরা (রাযিঃ) নবী (ﷺ) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন। এছাড়া মা’মার আইয়ুব থেকে এটি বর্ণনা করেছেন। বাক্কার ইবনে আব্দুল আযীয স্বীয় পিতার সূত্রে আবু বাকরা (রাযিঃ) থেকে এটি বর্ণনা করেছেন এবং গুনদারও............ আবু বাকরা (রাযিঃ) এর বর্ণনায় নবী (ﷺ) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন। তবে সুফিয়ান সাওরী (রাহঃ) মানসুর থেকে (পূর্বোক্ত সনদে হাদীসটি বর্ণনা করার সময়) মারফূ’ রূপে উল্লেখ করেন নি।
باب إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا
7083 - ............ حَدَّثَنَا سُلَيْمَانُ، حَدَّثَنَا حَمَّادٌ، بِهَذَا. وَقَالَ مُؤَمَّلٌ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، وَيُونُسُ، وَهِشَامٌ، وَمُعَلَّى بْنُ زِيَادٍ، عَنِ الحَسَنِ، عَنِ الأَحْنَفِ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَرَوَاهُ مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، وَرَوَاهُ بَكَّارُ بْنُ عَبْدِ العَزِيزِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكْرَةَ، وَقَالَ غُنْدَرٌ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يَرْفَعْهُ سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ


বর্ণনাকারী: