আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭৮- কিয়ামত ও ফিতনাসমূহের বিবরণ

হাদীস নং: ৬৫৮৪
আন্তর্জাতিক নং: ৭০৬২ - ৭০৬৩
২৯৮১. ফিতনার প্রকাশ।
৬৫৮৪। উবাইদুল্লাহ ইবনে মুসা (রাহঃ) ......... শাকিক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আব্দুল্লাহ (রাযিঃ) ও আবু মুসা (রাযিঃ) এর সাথে ছিলাম। তাঁরা বলেন, নবী (ﷺ) বলেছেনঃ অবশ্যই কিয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে যখন সর্বত্র মূর্খতা ছড়িয়ে পড়বে এবং তাতে ইলম উঠিয়ে নেওয়া হবে। সে সময় হারজ ব্যাপকতর হবে। আর হারজ হল (মানুষ) হত্যা।
باب ظُهُورِ الْفِتَنِ
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، قَالَ كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ وَأَبِي مُوسَى فَقَالاَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ بَيْنَ يَدَىِ السَّاعَةِ لأَيَّامًا يَنْزِلُ فِيهَا الْجَهْلُ، وَيُرْفَعُ فِيهَا الْعِلْمُ، وَيَكْثُرُ فِيهَا الْهَرْجُ، وَالْهَرْجُ الْقَتْلُ ".
সহীহ বুখারী - হাদীস নং ৬৫৮৪ | মুসলিম বাংলা