আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭৭- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৬৫৬৬
আন্তর্জাতিক নং: ৭০৪২
২৯৭৩. যে ব্যক্তি স্বীয় স্বপ্ন বর্ণনায় মিথ্যার আশ্রয় নিল।
৬৫৬৬। ইসহাক (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, (তিনি বলেন) যে কেউ কান লাগাবে ......... যে কেউ মিথ্যা স্বপ্ন বর্ণনা করবে ......... যে কেউ ছবি আকবে ......... অবশিষ্ট হাদীস অনুরূপ বর্ণনা করেছেন। হিশাম (রাহঃ) ইকরিমা থেকে ইবনে আব্বাস সূত্রে উক্ত বর্ণনায় খালিদ এর অনুসরণ করেছেন।
باب مَنْ كَذَبَ فِي حُلُمِهِ
7042 - ............ حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «مَنِ اسْتَمَعَ، وَمَنْ تَحَلَّمَ، وَمَنْ صَوَّرَ» نَحْوَهُ. تَابَعَهُ هِشَامٌ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَوْلَهُ
