আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৯০
৪৪৪. মুক্তাদিগণ কখন সিজদায় যাবেন?
আনাস (রাযিঃ) বলেন, যখন ইমাম সিজদা করেন তখন তোমরাও সিজদা করবে।
আনাস (রাযিঃ) বলেন, যখন ইমাম সিজদা করেন তখন তোমরাও সিজদা করবে।
৬৫৬। মুসাদ্দাদ (রাহঃ) ......... বারা’ (রাযিঃ) থেকে বর্ণিত, - তিনি মিথ্যাবাদী নন*- তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ বলার পর যতক্ষণ পর্যন্ত সিজদায় না যেতেন, ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ পিঠ বাঁকা করতেন না। তিনি সিজদায় যাওয়ার পর আমরা সিজদায় যেতাম।
* غَيْرُ كَذُوبٍ - ‘তিনি মিথ্যাবাদী নন’ একথা বলে রাবী বারা’ (রাযিঃ) এর সত্যবাদীতার প্রতি আস্থা প্রকাশ করেছেন।
* غَيْرُ كَذُوبٍ - ‘তিনি মিথ্যাবাদী নন’ একথা বলে রাবী বারা’ (রাযিঃ) এর সত্যবাদীতার প্রতি আস্থা প্রকাশ করেছেন।
