আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭৭- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৬৫১৩
আন্তর্জাতিক নং: ৬৯৮৪
২৯৩১. (রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ) ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়।
৬৫১৩। আহমদ ইবনে ইউনুস (রাহঃ) ......... আবু কাতাদা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আর অশুভ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে।
باب الرُّؤْيَا مِنَ اللَّهِ
6984 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا يَحْيَى هُوَ ابْنُ سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَلَمَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الرُّؤْيَا الصَّادِقَةُ مِنَ اللَّهِ، وَالحُلْمُ مِنَ الشَّيْطَانِ»
হাদীসের ব্যাখ্যা:
এখানে হাদীসটি সংক্ষিপ্ত আকারে আনা হয়েছে। অন্যান্য বর্ণনার আলোকে নিম্নে পূর্ণাঙ্গ হাদীস ও তার ব্যাখ্যা পেশ করা হলো।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সত্য স্বপ্ন, অপর এক বর্ণনায় আছে– ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে। কাজেই যে ব্যক্তি অপ্রীতিকর কিছু দেখবে, সে যেন তার বামদিকে তিনবার থুথু ফেলে এবং শয়তানের থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করে। তাহলে তা তার কোনও ক্ষতি করতে পারবে না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সত্য স্বপ্ন, অপর এক বর্ণনায় আছে– ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে। কাজেই যে ব্যক্তি অপ্রীতিকর কিছু দেখবে, সে যেন তার বামদিকে তিনবার থুথু ফেলে এবং শয়তানের থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করে। তাহলে তা তার কোনও ক্ষতি করতে পারবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
