আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭৬- কৌশল গ্রহণ সংশ্লিষ্ট অধ্যায়

হাদীস নং: ৬৫১০
আন্তর্জাতিক নং: ৬৯৮১
২৯২৮. বখশীশ পাওয়ার নিমিত্তে কর্মচারীর কৌশল অবলম্বন।
৬৫১০। মুসাদ্দাদ (রাহঃ) ......... আমর ইবনে শারীদ (রাহঃ) থেকে বর্ণিত যে, আবু রাফি' (রাযিঃ) একটি ঘর ক্রয় করার নিমিত্তে সা’দ ইবনে মালিক (রাযিঃ) এর সাথে চারশ মিছকাল মূল্য ঠিক করেন। আর বলেন, যদি আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এ কথা বলতে না শুনতাম যে, প্রতিবেশী তার সংলগ্ন ভূমি ক্রয়ের ক্ষেত্রে সবচে বেশী হকদার, তাহলে তোমাকে আমি তা প্রদান করতাম না।
باب احْتِيَالِ الْعَامِلِ لِيُهْدَى لَهُ
6981 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ: أَنَّ أَبَا رَافِعٍ، سَاوَمَ سَعْدَ بْنَ مَالِكٍ بَيْتًا بِأَرْبَعِ مِائَةِ [ص:29] مِثْقَالٍ، وَقَالَ: لَوْلاَ أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الجَارُ أَحَقُّ بِصَقَبِهِ» مَا أَعْطَيْتُكَ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৬৫১০ | মুসলিম বাংলা