মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৬৫
নামাযের অধ্যায়
(২৩) বিভিন্ন সালাতে কিরাআত পাঠ সম্পর্কিত পরিচ্ছেদ
(৫৬১) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: প্রত্যেক সালাতে যে কিরাআত পাঠ করা হয়, তন্মধ্যে রাসূল (ﷺ) যেগুলো আমাদেরকে শুনিয়ে পড়েছেন, আমরাও সেগুলো তোমাদেরকে শুনিয়ে পড়ি আর যেগুলোকে তিনি আমাদের সামনে নীরবে পড়েছেন, সেগুলোকে আমরাও তোমাদের সামনে নীরবে পড়ছি।
(বুখারী ও মুসলিম (র) একই সনদে এবং আবু দাউদ ও নাসাঈ তাঁদের সুনানে হাদীসখানা উল্লেখ করেছেন।)
(বুখারী ও মুসলিম (র) একই সনদে এবং আবু দাউদ ও নাসাঈ তাঁদের সুনানে হাদীসখানা উল্লেখ করেছেন।)
كتاب الصلاة
(23) باب جامع القراءة فى الصلوات
(565) عن أبى هريرة رضي الله عنه قال كلُّ صلاة يقرأ (2) فيها فما أسمعنا رسول الله صلى الله عليه وسلم أسمعناكم، وما أخفى علينا أخفينا عليكم (3)